ঢাকা: সিরিয়ার পূর্বাঞ্চলে দেশটির সেনাবাহিনীর স্থাপনায় বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক ডজন সৈন্য।
যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস মনিটর শনিবার (১৭ সেপ্টেম্বর) এ তথ্য জানায়।
মার্কিন জোটের এই হামলায় আন্তত ৬০ জন নিহতের অভিযোগ তুলেছে রাশিয়া ও সিরিয়া। তারা বলছে, ৩০ জন নন, এর বেশি সিরিয়ান সেনাবাহিনী সদস্য নিহত হয়েছেন।
এদিকে, মানবাধিকার সংস্থার প্রধান রামি আবদিল রহমান সংবাদমাধ্যমে বলেছেন, স্থানীয় দেইর এজোর বিমানবন্দরের কাছে এই হামলা হয়েছে। এতে অন্তত ৩০ থেকে ৩৫ জন মারা গেছেন, যারা সবাই সিরিয়ান সেনাবাহিনীর সৈন্য।
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৬
এইচএ/আইএ