ঢাকা: সিরিয়ার পূর্বাঞ্চলে দেশটির সেনাবাহিনীর স্থাপনায় মার্কিন জোটের বিমান হামলায় নিহত সংখ্যা বেড়ে হয়েছে ৬২। নিহতরা সিরীয় সেনা সদস্য বলে দাবি করেছে রাশিয়া।
শনিবার (১৭ সেপ্টেম্বর) এ হামলার ঘটনা ঘটে বলে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস মনিটর গ্রুপের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।
খবরে বলা হয়, যুক্তরাষ্ট্র সিরিয়ার সেনা সদস্যদের লক্ষ্য করে হামলাটি চালিয়েছে বলে রাশিয়া দাবি করছে। তবে যুক্তরাষ্ট্র বলছে, তারা জঙ্গি গোষ্ঠী আইএসকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ভুলক্রমে তা সিরীয় সেনা সদস্যদের ওপর হামলা হয়ে যেতে পারে।
এর আগে মানবাধিকার সংস্থার প্রধান রামি আবদিল রহমান সংবাদমাধ্যমে বলেছেন, স্থানীয় দেইর এজোর বিমানবন্দরের কাছে এই হামলা হয়েছে। এতে অন্তত ৩০ থেকে ৩৫ জন মারা গেছেন, যারা সবাই সিরিয়ান সেনাবাহিনীর সৈন্য।
*** সিরিয়ায় বিমান হামলায় ৩০ সৈন্য নিহত
বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৬
আইএ/টিআই