ঢাকা, সোমবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

জার্মানিতে জমি হারাচ্ছে মের্কেলের দল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৬
জার্মানিতে জমি হারাচ্ছে মের্কেলের দল

ঢাকা: শরণার্থীদের আশ্রয় দেয়ার সিদ্ধান্তই শেষ পর্যন্ত কাল হচ্ছে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের। জার্মানির স্থানীয় সরকারের নির্বাচনে দুই সপ্তাহের ব্যবধানে ফের বিপর্যয়ের মুখোমুখি তার দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন।

বার্লিনের স্থানীয় পার্লামেন্ট নির্বাচনে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটদের পেছনে ফেলেছে মধ্যবামপন্থী সোস্যাল ডেমোক্রাটরা। আর তাদের কাছে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে উগ্র জাতীয়তাবাদী রাজনৈতিক দল অল্টারনেটিভ ফর জার্মানি।   

সোস্যাল ডেমোক্রাটরা ২২ শতাংশ ভোটের বিপরীতে মের্কেলের ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন পেয়েছে ১৭ শতাংশ ভোট, যা বার্লিনে দলটির ইতিহাসের সবচেয়ে বাজে ফলাফল। পক্ষান্তরে ডানপন্থী অল্টারনেটিভ ফর জার্মানি পেয়েছে ১৪ শতাংশ ভোট।

দুই সপ্তাহ আগেই মেকলেনবুর্গ-ওয়েস্টার্ন পোমেরানিয়ার ভোটে মের্কেলের দলকে তৃতীয়স্থানে ঠেলে দেয় দলটি।

এই ফলাফলে স্বভাবতই উচ্ছ্বসিত অল্টারনেটিভ ফর জার্মানির কো ‍চেয়ারম্যান জোর্গ মিউথেন। আগামী জাতীয় নির্বাচনে শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রায় ৩৫ লাখ জনসংখ্যা অধ্যুষিত বার্লিনের ভোটে মুখ্য ইস্যু হয়ে ওঠে প্রধানত দুর্বল সরকারি সেবা, ট্রেনের শিডিউলের বিলম্ব এবং অাবাসন সঙ্কটের মত স্থানীয় সমস্যাগুলোই।   

তবে এবার এর সঙ্গে যোগ হয়েছে বিপুল সংখ্যক অভিবাসীর সঙ্গে স্থানীয় জনগণের খাপ খাইয়ে নেয়ার মত সমস্যাগুলোও।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।