ঢাকা, সোমবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

ক্যারোলিনায় সহিংসতায় ১২ পুলিশ আহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৬
ক্যারোলিনায় সহিংসতায় ১২ পুলিশ আহত

ঢাকা: যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনা অঙ্গরাজ্যে পুলিশের গুলিতে সন্দেহভাজন একব্যক্তি নিহত হওয়াকে কেন্দ্র সহিংসতার ঘটনা ঘটেছে। এতে ১২ পুলিশ কর্মকর্তাসহ আহত হয়েছেন আরও কয়েকজন।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেলে এ ঘটনা ঘটে। বুধবার (২১ সেপ্টেম্বর) শার্লট ম্যাকলেনবার্ক শহরের পুলিশ বিভাগের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।

পুলিশ দাবি করছে, পুলিশের গুলিতে সন্দেহভাজন সশস্ত্র একব্যক্তিক নিহত হয়েছেন। যিনি অস্ত্রবহন করে সড়ক দিয়ে হাঁটছিলেন। তবে পুলিশের দাবি প্রত্যাখান করে স্থ‍ানীয়রা জানায়, নিহত ব্যক্তি অস্ত্রধারী ছিলেন না। পরে এ ঘটনার প্রতিবাদে স্থানীয়দের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। আর এতে ১২ পুলিশ কর্মকর্তা আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত ব্যক্তি অস্ত্রধারী ছিলেন না। তিনি তার স্কুলে পড়ুয়া ছেলের জন্য সড়কের পাশে অপেক্ষা করছিলেন বলে জানান স্থানীয়রা।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।