ঢাকা, সোমবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

উত্তর ক্যারোলিনায় ফের সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৬
উত্তর ক্যারোলিনায় ফের সংঘর্ষ

ঢাকা: আমেরিকার উত্তর ক্যারোলিনায় ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। গুলিতে কৃষ্ণাঙ্গ নিহত হওয়াকে কেন্দ্র করে স্থানীয় সময় বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে,  রাতে উত্তর ক্যারোলিনার চার্লটে রাতে বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ ও গুলি চালায় পুলিশ। একজনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

এর আগে বুধবার বই পড়ার সময় কেইথ স্কট নামে এক কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যা করা হয় বলে দাবি করেছে তার পরিবার। তবে পুলিশ বলছে, ওই ব্যক্তি বন্দুক নিয়ে ঘোরাফেরা করছিলেন।  

এ নিয়ে ওই রাতেই বিক্ষোভে ফেটে পড়েন কৃষ্ণাঙ্গরা। এসময় ১৬ পুলিশ কর্মকর্তা আহত হন।  

বাংলাদেশ সময়: ০৮৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।