ঢাকা: মালয়েশিয়ায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক বাংলাদেশিসহ ৪ জনকে আটক করেছে দেশটির পুলিশ। আটক বাংলাদেশি নাগরিক রেস্টুরেন্ট ব্যবসায়ী বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
গত ২ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর সময়ে বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
আটক বাংলাদেশি নাগরিক আন্তর্জাতিক সন্ত্রাসী গ্রুপের ব্যবহৃত অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িত বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে মালয়েশিয়া পুলিশ। তার বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারি ছিল।
বাংলাদেশি ছাড়া অপর দুই বিদেশি নাগরিকের একজন নেপালি, অপরজন মরক্কোর।
মালয়েশিয়ায় বিনোদন সংক্রান্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করলেও আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের সদস্যদের জন্য ভ্রমণ সংক্রান্ত ভুয়া কাগজপত্র তৈরির সঙ্গে জড়িত সন্দেহে নেপালি নাগরিককে আটক করা হয়েছে।
জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট’র (আইএস) সদস্য সন্দেহে মরক্কোর নাগরিককে আটক করা হয়েছে। একই অভিযোগে আটক করা হয়েছে মালয়েশিয়ার এক নাগরিককে।
বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৬/আপডেট: ১২০০ ঘণ্টা
জেডএস