ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ার আকাশে সামরিক বিমান ব্যবহার না করার আহ্বান জার্মানির

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৬
সিরিয়ার আকাশে সামরিক বিমান ব্যবহার না করার আহ্বান জার্মানির

ঢাকা: যুদ্ধ বিদ্ধস্ত সিরিয়ার আকাশে সামরিক বিমান সাময়িকভাবে ব্যবহার না করার জন্য সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে জার্মানি।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ভালটার এ আহ্বান জানিয়েছেন।

এক বিবৃতিতে ফ্রাঙ্ক ওয়ালটার জানান, সিরিয়ার বর্তমান পরিস্থিতি অনেক ভয়াবহ। যদি যুদ্ধবিরতির কোনো সম্ভাবনা থাকে, তাহলে তিন থেকে সাত দিন মেয়াদী সিরিয়ার আকাশে সামরিক বিমান চলাচল বন্ধ রাখা উচিত।

সম্প্রতি সিরিয়ার আলেপ্পোতে একটি ত্রাণবাহী গাড়িবহরে বিস্ফোরণের পর এ জার্মানির পক্ষ থেকে এমন মন্তব্য আসলো। এই বিস্ফোরণের ঘটনায় যুক্তরাষ্ট্র দাবি করেছে এ ঘটনায় রাশিয়া জড়িত। কিন্তু তা সরাসরি নাকচ করেছে রাশিয়া।  

এদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি দাবি করেছেন, যদি সিরিয়ার আকাশে রাশিয়া এবং সিরিয়ার সরকারি বাহিনীর যুদ্ধ বিমান চালনা বন্ধ করা যায়, তবে যুদ্ধবিরতির বিষয়টি সফল হতে পারে।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৬
আরএইচএস/টিআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।