ঢাকা: বিমানযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে সারা বিশ্বের বিমানবন্দরগুলোতে নিরাপত্তা তল্লাশি আরও জোরদারের আহ্বান জানিয়ে একটি প্রস্তাবনা পাস হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে।
বৃহস্পতিবার ( ২২ সেপ্টেম্বর) সদস্য রাষ্ট্রগুলোর সর্বসম্মতিক্রমে এ প্রস্তাব পাস হয়।
প্রস্তাবনায় এয়ারপোর্টগুলোর নিরাপত্তা তল্লাশির ব্যবস্থা আরও জোরদারের জন্য সারা বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়।
এছাড়া রাষ্ট্রগুলোর মধ্যে তথ্য আদান প্রদানের পাশাপাশি প্রয়োজনে আইন প্রয়োগকারী সংস্থার কাছে বিমানযাত্রীদের তালিকা আগাম তুলে দেয়ারও আহ্বান জানানো হয় প্রস্তাবনায়।
বিমানযাত্রীদের নিরাপত্তায় বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর আন্তর্জাতিক সংস্থাটির এ ধরনের উদ্যোগ এই প্রথম।
সাম্প্রতিক সময়ে ইউক্রেন, মিশর থেকে শুরু করে ব্রাসেলস এবং ইস্তাম্বুলে বিমানবন্দর ও যাত্রীবাহী প্লেন লক্ষ্য করে সন্ত্রাসী হামলা চালানো হয়।
বিষয়টি উল্লেখ করে প্রস্তাবনায় বলা হয়, সন্ত্রাসী গোষ্ঠীগুলো ‘সিভিল এভিয়েশন’কে অপেক্ষাকৃত আকর্ষণীয় টার্গেট হিসেবে বিবেচনা করে। তাদের উদ্দেশ্য থাকে সর্বোচ্চ পরিমাণের অর্থনৈতিক এবং সম্পদের ক্ষয়ক্ষতি।
বাংলাদেশ সময়: ২২২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৬
আরআই