ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ওয়াশিংটনের শপিংমলে হামলাকারী সন্দেহে একজন আটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৬
ওয়াশিংটনের শপিংমলে হামলাকারী সন্দেহে একজন আটক ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের বার্লিংটন শহরের কাসকেড শপিংমলে হামলাকারী সন্দেহে একজনকে আটক করেছে স্থানীয় নিরাপত্তা বাহিনী।

স্থানীয় সময় শনিবার (২৪ সেপ্টেম্বর) রাতে রাজ্যের ওয়াক হারবার শহর থেকে ২০ বছর বয়সী ওই ব্যক্তি আটক করা হয়।

রাস্তা দিয়ে হাঁটার সময় গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে পাকড়াও করে নিরাপত্তা বাহিনী।

শহরের একজন পুলিশ কর্মকর্তা বলছেন, তাকে ‘পারসন অব ইন্টারেস্ট’ হিসেবে আটক করা হয়েছে।

গত শুক্রবার (২৩ সেপ্টেম্বর) উত্তর সিয়াটেল শহর থেকে ১০৫ কিলোমিটার দূরে বার্লিংটনের ওই শপিংমলে বন্দুকধারীর গুলিতে প্রথমে চারজন নিহত হন। পরে নিহত হন আরও একজন।

শনিবার (২৪ সেপ্টেম্বর) পুলিশ একজনের ছবি প্রকাশ করে জানায়, তারা কালো পোশাক পরিহিত ও রাইফেলধারী সশস্ত্র ওই হিস্পানিক (অভিবাসী) সন্দেহভাজনকে খুঁজছে। তাকে সর্বশেষ বার্লিংটোনের কাসকেড মলের কাছে ইন্টারস্টেট ৫ (আন্তরাজ্য মহাসড়ক) এর দিকে হেঁটে যেতে দেখা যায়।

প্রাথমিকভাবে এ হামলার কারণ এবং উদ্দেশ্য সম্পর্কে কিছু জানা যায়নি।

বাংলাদেশ সময়: ০৮৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৬
এইচএ/

** ওয়াশিংটনে শপিংমলে হামলায় নিহত বেড়ে ৫
** ওয়াশিংটনে শপিংমলে সন্দেহভাজন হামলাকারীর ছবি প্রকাশ
** ওয়াশিংটনে গুলিতে নিহত ৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।