ঢাকা, সোমবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

ফের পাকিস্তানকে ‘শাসালেন’ মোদি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৬
ফের পাকিস্তানকে ‘শাসালেন’ মোদি ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানকে ইঙ্গিত করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আবারও বলেছেন, কাশ্মীরের উরি সেনাঘাঁটিতে হামলা জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না।

রোববার (২৫ সেপ্টেম্বর) ‘মান কি বাত’ (মনের কথা) শীর্ষক একটি রেডিও অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

নরেন্দ্র মোদি বলেন, উরি হামলায় জড়িতদের ছাড় দেওয়া হবে না। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের শাস্তির আওতায় আনা হবে।

“কাশ্মীরে বসবাসকারী জনগণকে রক্ষা করা প্রশাসনের দায়িত্ব এবং প্রশাসন তা করবে। ”

দেশের সেনাবাহিনীর প্রশংসা করে তিনি বলেন, ভারতীয় সেনাবাহিনী কথা বলে না। তারা সাহস দেখানোয় বিশ্বাসী।

উরিতে জঙ্গি হামলায় নিহতদের স্মরণ করে তিনি বলেন, তাদের হারানো সমগ্র জাতির ক্ষতি।

বিক্ষোভ-সহিংসতার কারণে কাশ্মীর দিন দিন পঙ্গু হয়ে যাচ্ছে স্বীকার করে মোদি বলেন, কাশ্মীরে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বাবা-মায়েরা চাইছে তাদের সন্তানেরা যত তাড়াতাড়ি সম্ভব শিক্ষাপ্রতিষ্ঠানে যাক। ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা তাদের উৎপাদিত পণ্য ভারতের বাজারে বিক্রি করতে পারছেন না।

শনিবারও (২৪ সেপ্টেম্বর) উরি হামলার জবাবে ভারত ‘লড়াই’য়ের জন্য প্রস্তুত বলে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছিলেন মোদি। ১৮ সেপ্টেম্বর হামলার দিনই টুইট করে তিনি বলেছিলেন, উরির সেনাঘাঁটিতে হামলাকারীদের ছাড় দেওয়া হবে না।

ওই হামলার পক্ষ থেকে নয়াদিল্লি-ইসলামাবাদ সম্পর্কে তুমুল উত্তেজনা চলছে। এর মধ্যে দফায় দফায় যুদ্ধবিমানের মহড়ার খবর আসছে ইসলামাবাদ থেকে। খবর আসছে পাকিস্তান সীমান্তে ভারতের সেনা বাড়ানোরও।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৬
আরএইচএস/এইচএ/

***আমরা ‘লড়াই’য়ের জন্য প্রস্তুত, পাকিস্তানকে মোদি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।