ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে হেলিকপ্টার বিধ্বস্ত, ২ পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৬
সুইজারল্যান্ডে হেলিকপ্টার বিধ্বস্ত,  ২ পাইলট নিহত

ঢাকা: সুইজ্যারল্যান্ডের গটহার্ড পর্বত এলাকায় সুইস এয়ারফোর্স সুপার পুমা হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় দুই পাইলট নিহত হয়েছেন।

আহত হয়েছেন এক সহকারী।

দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে বুধবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানায়। ঠিক কী ক‍ারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে তা প্রাথমিকভাবে তা জানা যায়নি।

খবরে বলা হয়, বুধবার দুপুরে সেন্ট্রাল সুইস আলপসে সেনবাহিনীর একটি হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। গটহার্ড যে রুটে হেলিকপ্টারটি যাচ্ছিলো সেটি ছিলো সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ১০৮ মিটার উপরে। ঘটনা তদন্তে কাজ শুরু করেছে দেশটির বিমান বাহিনী।

সুইস এয়ার ফোর্সের প্রধান অ্যালডো স্কেলেনবার্গ বলেন, ‘গটহার্ড এলাকার রুট পার হওয়ার সময় সুপার পুমা হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। ‍‍’

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।