ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানের সঙ্গে দোস্তি বাস সার্ভিস বন্ধ ভারতের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৬
পাকিস্তানের সঙ্গে দোস্তি বাস সার্ভিস বন্ধ ভারতের

ঢাকা: সীমান্তে তুমুল উত্তেজনার জেরে পাকিস্তানের সঙ্গে চলে আসা ‘দোস্তি বাস সার্ভিস’ বন্ধ করে দিলো ভারত। এই বাস সার্ভিস অমৃতসর থেকে লাহোর রুটে চলাচল করতো।

শনিবার (১ অক্টোবর) পাকিস্তানের সংবাদমাধ্যম বাস সার্ভিসটি বন্ধের কথা জানিয়েছে। তারা বলেছে, প্রতি মঙ্গল এবং শুক্রবার সকালে পাঞ্জাব প্রদেশের রাজধানী অমৃতসর থেকে লাহোরের উদ্দেশে ছেড়ে যেতো দোস্তি বাস। গত শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বাসটি ভারতে ফিরে গেলেও আর ফিরে আসেনি।

এ বিষয়ে সংবাদমাধ্যম জানায়, পাকিস্তানি কর্তৃপক্ষকে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, দু‘দেশের মধ্যে বাস সেবা চালু রাখার পরিবেশ নেই বিধায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অবশ্য পাঁচ দিন আগেই পাকিস্তান কর্তৃপক্ষকে লাহোর-দিল্লি অ্যান্ড সমঝোতা এক্সপ্রেস এবং দোস্তি বাস বন্ধ করার আহ্বান জানায় ভারত। যদিও ঘণ্টাখানেক পরেই সে সিদ্ধান্ত পাল্টে ফেলে ভারত। কিন্তু শেষ পর্যন্ত আবার তারাই দোস্তি বাস বন্ধ করে দিলো।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৬
এটি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।