ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানের অবস্থা অচেতন রোগীর মতো: মনোহর পারিকর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৬
পাকিস্তানের অবস্থা অচেতন রোগীর মতো: মনোহর পারিকর প্রথমবারের মতো মুখ খুললেন মনোহর পারিকর

ঢাকা: সার্জিক্যাল স্ট্রাইকের পর পাকিস্তানের অবস্থা ‘অচেতন রোগীর মতো’ বলে মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর। সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় (লাইন অব কন্ট্রোল) আঘাত-পাল্টা আঘাত নিয়ে নয়াদিল্লি-ইসলামাবাদ তুমুল উত্তেজনার মধ্যে প্রথমবারের মতো মুখ খুললেন তিনি।

শনিবার (১ অক্টোবর) উত্তরাখণ্ড প্রদেশের পুরি জেলায় আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন ভারতের প্রতিরক্ষা বিভাগের এ প্রধান অধিকর্তা।

পারিকর বলেন, সার্জিক্যাল স্ট্রাইকের পর পাকিস্তানের অবস্থা অচেতন রোগীর মতো, যে জানেই না যে তার শরীরে কখন অপারেশন হয়ে গেছে। এমনকি সার্জিক্যাল স্ট্রাইক শেষ হওয়ার দু’দিন পরও পাকিস্তান বুঝতে পারছে না আসলে তাদের ভূ-খণ্ডে কী ঘটে গেছে।

ভারত শান্তি ভালোবাসে এবং বিনা উস্কানিতে আগ্রাসনে বিশ্বাসী নয় উল্লেখ করে পারিকর হুঁশিয়ারি দেন, আমরা শান্তি ভালোবাসি ম‍ানে কোনো সন্ত্রাস করবো, তা নয়। ভারত কখনো সন্ত্রাসকে প্রশ্রয় দেবে না।

প্রতিরক্ষামন্ত্রী বলেন, এই স্ট্রাইকের মাধ্যমে পাকিস্তানকে ভারতীয় সৈন্যরা বুঝিয়ে দিলো, কীভাবে পাল্টা জবাব দিতে হয়।

তিনি পাকিস্তান ভূ-খণ্ডে অভিযান চালানো ভারতীয় সেনাসদস্যদের রামায়নের হনুমানের সঙ্গে তুলনা করেন, যে হনুমানকে বানররাজা বালির সেনাপতি জামবান্ত তার শক্তি স্মরণ করিয়ে দেওয়ার পর এক লাফে মহাসাগর পাড়ি দেন।  

পারিকর বলেন, সার্জিক্যাল স্ট্রাইকের আগে ভারতীয় সৈন্যরা হয়তো অনুমানই করেননি, তারা কতোটা পরাক্রমশালী।

সীমান্তে তুমুল উত্তেজনার প্রেক্ষিতে ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক, সাংস্কৃতিক, বাণিজ্যিক ও যোগাযোগকেন্দ্রিকসহ সবরকমের সম্পর্কের অবনতি ঘটেছে। দু’পক্ষের মধ্যে সমানতালে চলছে বাকযুদ্ধও। এই বাকযুদ্ধে প্রথমবারের মতো যোগ দিলেন পারিকর।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৬
এইচএ/

আরও পড়ুন...
** ভারত-পাকিস্তান সীমান্তে ৪ ঘণ্টা গুলিবিনিময়
** অপারেশনাল প্রস্তুতি দেখতে সীমান্তে ভারতীয় সেনাপ্রধান
** পাক-ভারত পরমাণু যুদ্ধের শুরুতেই মরবে ২ কোটি
** যেকোনো আগ্রাসন প্রতিরোধ করা হবে: নওয়াজ শরিফ​
** পাকিস্তানের দাবি ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বললো ভারত
** পাকিস্তানের হামলায় ১৪ ভারতীয় সৈন্য নিহত, দাবি পাকিস্তানের
** নওয়াজকে পাত্তা দিলো না পাক সামরিক বাহিনী
** ‘হামলা হয়েছে পাকিস্তানের ২ কি.মি. ভেতরে ঢুকে’
** চূড়ান্ত লড়াইয়ের পদধ্বনি! সীমান্তে গ্রাম খালি করছে ভারত
** পাকিস্তানে কমান্ডো হামলার ভিডিও প্রকাশ করবে ভারত
** ভারতের হামলাকে ‘নগ্ন আগ্রাসন’ বলছে পাকিস্তান
** পাকিস্তান সীমান্তে ভারতের হামলায় নিহত ৪০, নওয়াজের নিন্দা
** ভারতীয় সীমান্তে গোলাগুলিতে ২ পাকিস্তানি সৈন্য নিহত​
** ভারত-পাকিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।