ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

জাতিসংঘের পরবর্তী মহাসচিব পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৫ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৬
জাতিসংঘের পরবর্তী মহাসচিব পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী আন্তোনিও গুতিয়েরেস/ছবি: সংগৃহীত

ঢাকা: জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচিত হতে যাচ্ছেন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী আন্তোনিও গুতিয়েরেস।

জাতিসংঘের কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বুধবার (০৫ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলে এ বিষয়ে একটি আনুষ্ঠানিক ভোট হওয়ার কথা রয়েছে।

৬৬ বছর বয়সী এই পর্তুগিজের প্রতি সমর্থন দিয়ে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভিটালি চারকিন বলেন, তিনি (গুতেরেস) ‘পরিষ্কারভাবে’ বেশ জনপ্রিয়।

এছাড়া জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের দফতরে (ইউএনএইচসিআর) ১০ বছর নেতৃত্ব দিয়েছেন গুতেরেস। তাকেই এ পদে উপযুক্ত বলে মনে করা হচ্ছে।

এদিকে নয়জন প্রার্থী জাতিসংঘের পরবর্তী মহাসচিব হওয়ার জন্য প্রার্থী হয়েছিলেন। এরমধ্যে নিউজিল্যান্ডের হেলেন ক্লার্ক ও বুলগেরিয়ার ইরিনা বোকোভা অন্যতম।

কিন্তু গোপন ভোটে এগিয়ে থাকেন গুতিয়েরেস। তাই তিনিই হতে যাচ্ছেন পরবর্তী মহাসচিব। চলতি বছরের ৩১ ডিসেম্বর জাতিসংঘের বর্তমান মহাসচিব বান কি মুনের মেয়াদ শেষ হবে।

বাংলাদেশ সময়: ২২৫৩ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।