ঢাকাঃ যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু ও জ্বালানি গবেষণা বিষয়ক চুক্তি স্থগিত করেছে রাশিয়া।
বুধবার (০৫ অক্টোবর) মস্কোর লিখিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
মস্কো জানিয়েছে, ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করে চুক্তি লঙ্ঘন করেছে ওয়াশিংটন। ওয়াশিংটনের এমন পদক্ষেপের উত্তর দিতে ২০১৩ সালে দুই দেশের মধ্যকার এই চুক্তিটি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্লুটোনিয়াম নিষ্ক্রিয়করণ চুক্তি স্থগিত করার দুইদিন পর এমন ঘোষণা এলো।
এদিকে মস্কোর এই সিদ্ধান্তের কারণে রাশিয়ার নিউক্লিয়ার করপোরেশন রোসাটম এবং ইউএস ডিপার্টমেন্ট অব অ্যানার্জি অন ফিজিবিলিটি স্টাডিজের মধ্যকার চুক্তিটি স্থগিত হয়ে গেল।
বাংলাদেশ সময়: ২৩২৯ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৬
আরএইচএস/জেডএম