ঢাকা: হাইতিতে শতাধিক প্রাণহানি ঘটিয়ে এবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আঘাত হানতে যাচ্ছে হারিকেন ম্যাথিউ। শেষ খবর পাওয়া পর্যন্ত, ক্যাটাগরি ৪ মাত্রার এই ঘূর্ণিঝড়টি ফ্লোরিডা উপকূলের কাছেই অবস্থান করছিলো।
যুক্তরাষ্ট্রে এই উপকূলে ২০০৪ সালের পর এটাই সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়।
হাইতিতে মহাযজ্ঞ চালানোর পর ঝড়টি বাহামা দ্বীপপুঞ্জেও পার হয়। এরই মধ্যে ২৮৩ জনের মৃত্যুর খবর জানিয়েছে হাইতি।
ফ্লোরিডার মেয়রের আশঙ্কা, সর্বনাশা এই ঝড়টি অন্তত ২০ লক্ষ মানুষকে বাস্তুচ্যুত করে দেবে। এর ফলে ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে।
হারিকেনের সম্ভাব্য আঘাত সম্পর্কে ইতোমধ্যে ফ্লোরিডার নাগরিকদের সতর্কতার পাশাপাশি উপকূলীয় এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। জরুরি অবস্থা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
ক্যারিবিয়ান সাগরে উৎপন্ন হারিকেন ‘ম্যাথিউ’ গত সপ্তাহজুড়ে শক্তি সঞ্চয় করতে থাকে। ঝড়টি এতো ধীরে ধীরে এগুতে থাকে যে তখন এর ‘শক্তি’ নিয়ে সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত এটি ক্যাটাগরি ৪ মাত্রার ঘূর্ণিঝড়ে পরিণত হয়।
বাংলাদেশ সময়: ০১২৫ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৬
জেডএম