ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাঠানকোট হামলা

জইশ-ই-মহম্মদ প্রধানসহ তিনজনের নামে চার্জশিট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
জইশ-ই-মহম্মদ প্রধানসহ তিনজনের নামে চার্জশিট

ভারতে পাঠানকোটের বিমান ঘাঁটিতে জঙ্গি হামলায় জড়িত সন্দেহে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারসহ চারজনের নাম উল্লেখ করে চার্জশিট দিয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এসআইএ)।

ঢাকা: ভারতে পাঠানকোটের বিমান ঘাঁটিতে জঙ্গি হামলায় জড়িত সন্দেহে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারসহ চারজনের নাম উল্লেখ করে চার্জশিট দিয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এসআইএ)।

চলতি বছরের ২ জানুয়ারি হামলার ঘটনায় দাখিল করা চার্জশিটে মাসুদ আজহারকে মূল হোতা (মাস্টার মাইন্ড) উল্লেখ করা হয়েছে।

 

চার্জশিটে অভিযুক্ত অপর তিনজন হলেন- আব্দুল আসগর, শহীদ লতিফ এবং কাশিফ জান। হামলার ঘটনায় তারা ভারী অস্ত্রের যোগান দেন।

পাঠানকোট হামলায় সাত নিরাপত্তারক্ষী নিহত হন। এছাড়া নিহত হন চার হামলাকারী। ওই ঘটনার পর জড়িত সন্দেহে  মাসুদ আজহার, তার ভাই মুফতি আব্দুল রউফ এবং শ্যালক আশফাক আহমেদসহ বেশ কয়েকজনকে আটক করে পাকিস্তান।

১৯৯৯ সালের ডিসেম্বরে ভারতীয় এয়ারলাইন্সের ছিনতাই হওয়া একটি প্লেনের যাত্রীদের বিনিময়ে পাকিস্তানি জঙ্গি নেতা মাসুদ আজহারকে মুক্তি দিয়েছিল ভারত।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।