ঢাকা: জার্মানির বার্লিন শহরে জনাকীর্ণ বাজারে ট্রাক হামলার ঘটনাটি ‘উদ্দেশ্য প্রণোদিত’ বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। তবে এর পেছনে চালকের কী উদ্দেশ্য কাজ করেছে সে বিষয়ে কিছু জানা যায়নি।
সোমবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় দিনগত রাত ৩টার দিকে বার্লিনের জনাকীর্ণ একটি বাজারে ট্রাক হামলায় ঘটনায় নয়জন নিহত ও প্রায় অর্ধশত মানুষ আহত হন। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তবে ঘটনার পর ভিডিও ফুটেজ দেখে পুলিশ বলেছিল এটি সুপরিকল্পিত। হামলার পর সেখানে অনেককে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
ওই ঘটনায় জড়িত ট্রাকচালককে গ্রেফতার করেছে পুলিশ। তবে তার পরিচয় এখনো জানা যায়নি।
বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
জেডএস