ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ধুলার চাদরে ঢেকে গেছে চীনের রাজধানী বেইজিং

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, মে ৪, ২০১৭
ধুলার চাদরে ঢেকে গেছে চীনের রাজধানী বেইজিং ধুলিঝড়ের কারণে বিপর্যস্ত চীনের রাজধানীর জীবনযাত্রা

ঢাকা: ধূলিঝড়ের প্রভাবে ঢাকা পড়েছে রাজধানী বেইজিংসহ চীনের উত্তরাঞ্চলীয় বিশাল এলাকার আকাশ। শ্বাসপ্রশ্বাসে কষ্ট পোহাচ্ছেন রাজধানীসহ চীনের উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকার জনগণ।

বেইজিংয়ের বাতাসে থাকা ধাতব কনার মান বর্তমানে বিশ্বস্বাস্থ্য সংস্থার নির্ধারিত বিপজ্জনক সীমার অনেক উপরে অবস্থান করছে।

এ পরিস্থিতিতে নাগরিকদের প্রয়োজন ছাড়া খোলা জায়গায় না যেতে এবং শিশু-বৃদ্ধদের আবদ্ধ জায়গায় থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

চীনের প্রতিবেশী মঙ্গোলিয়া এবং ইনার মঙ্গোলিয়ার মরু এলাকা থেকে এই মরুঝড় প্রবাহিত হচ্ছে।  চীনের পরিবেশ বিষয়ক সংস্থা জানিয়েছে বর্তমানে বেইজিংয়ের বাতাসে প্রতি ঘনমিটারে ৫শ মাইক্রোগ্রাম নিঃশ্বাসযোগ্য কনা অবস্থান করছে।

অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত সীমা অনুযায়ী প্রতি ঘনমিটারে এই হার সর্বোচ্চ ২৫ মাইক্রোগ্রাম।

এদিকে ধূলিঝড়ের কারণে দৃষ্টিসীমা সীমিত হওয়ায় বেইজিংয়ে বাতিল  করা হয়েছে কয়েক ডজন ফ্লাইট।  বুধবার দুপুর থেকে রাজধানীর উপর দিয়ে শুরু হওয়া ধূলিঝড় প্রবাহ আগামী কয়েকদিন স্থায়ী হতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, মে ০৪, ২০১৭
আরআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।