বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, দেশটির পারাচিনারের কুররম এজেন্সি এলাকায় জোড়া বোমা বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন।
এর আগে শুক্রবার (২৩ জুন) সকালে কোয়েটায় বিস্ফোরণের ঘটনায় ১৪ জন নিহতের খবর জানা গেছে।
জোড়া বিস্ফোরণের বিষয়ে সংবাদমাধ্যম জানায়, তাল আদ্দারে ব্যস্ত বাজার ও বাস টার্মিনাল লক্ষ্য করে প্রথম বোমা হামলা চালানো হয়। ওই ঘটনার পর উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হলে আরেকটি বিস্ফোরণ ঘটানো হয়।
আসন্ন ঈদ-উল ফিতর সামনে রেখে মুসল্লিরা বাজার করতে গেলে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণের পর উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণস্থল ঘিরে রেখেছেন নিরাপত্তাকর্মীরা।
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, জুন ২৩, ২০১৭
জেডএস