ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ট্যাংকার বিস্ফোরণে আগুনে মৃতের সংখ্যা বেড়ে ২০৬

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, জুলাই ৩, ২০১৭
ট্যাংকার বিস্ফোরণে আগুনে মৃতের সংখ্যা বেড়ে ২০৬ বিস্ফোরণের স্থান, ছবি: সংগৃহীত

পাকিস্তানের পাঞ্জাবের প্রাচীন শহর বাহাওয়ালপুরে মহাসড়কে তেলের ট্যাংকার উল্টে আগুন ধরায় মৃতের সংখ্যা বেড়ে ২০৬ জনে দাঁড়িয়েছে। 

তাৎক্ষণিকভাবেই ১৫০ জনের মৃত্যু হয়। এখনও হাসপাতালে ভর্তি ৬৫ জন; আশপাশের মোট চার-পাঁচটি হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোমবার (০৩ জুলাই) হাসপাতালগুলোর বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এ তথ্য জানায়।
ঈদের আগের দিন গত রোববার (২৫ জুন) এ ঘটনা ঘটে।

আগুন ধরে যাওয়ার পর তা দ্রুতই ছড়াতে থাকে, এতে ক্ষয়ক্ষতি ক্রমেই বাড়ে। অগ্নি নির্বাপক সংস্থার কর্মীরা এসে পরে তা নিয়ন্ত্রণ করতে পারলেও হতাহতের সংখ্যা কমানো যায়নি। মূলত বিস্ফোরণের ফলেই এতো মানুষের মৃত্যু বলে জানায় পাঞ্জাব পুলিশ বিভাগ।

মহাসড়কের পাশে পার্কিং করা ছয়টি কার ও ১২টি মোটরসাইকেল এ সময় পুড়ে যায় বলেও জানায় পুলিশ।

পাকিস্তানে তেল ট্যাংকার বিস্ফোরণে নিহত শতাধিক

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।