পিৎজা দোকানের মালিক আজিজ রোবট ওয়েটার ব্যবহার করে ব্যবসায় দেখেছেন সাফল্যের মুখ।
এ রোবটটির নকশা করেছেন তার ছেলে প্রকৌশলী ওসামা জাফরি।
ওসামা জানান, রক্ষণশীল ক্রেতারা যাতে ক্ষুব্ধ না হয় সেজন্য রোবটের গলায় স্কার্ফ পরানো হয়েছে।
পিৎজা ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, গত ফেব্রুয়ারি থেকে রোবট সেবা চালুর পরই বিক্রি দ্বিগুণ বেড়েছে।
দোকানের মালিক আজিজ জানান, তাদের আরও তিনিট রোবট ওয়েটার আছে। তিনি আরেকটি নতুন শাখা খোলার কথা ভাবছেন।
আজিজ বলেন, আমি পিৎজা বিক্রি করতে চাই। কিন্তু রেস্তোরাঁ মালিকরা আমার কাছ থেকে রোবট কিনতে চান।
বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৭
জিওয়াই/আরআর