রোববার (৯ জুলাই) জাপান কর্তৃপক্ষ জানিয়েছে, জীবিতদের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
জাপানের দক্ষিণ প্রান্তের চারটি প্রধান দ্বীপের অন্যতম সোয়াথস কিয়োশুতে ভারী বৃষ্টিপাতে নদীর পানি বৃদ্ধি পেয়ে রাস্তাঘাট, বাড়িঘর ও স্কুল তলিয়ে গেছে।
বন্যা দুর্গত এলাকার হাজার হাজার মানুষকে বিদ্যালয়ের ব্যায়ামাগার ও সরকারি ভবনে আশ্রয় দেওয়া হয়েছে। তবে অনেকেই নিজেদের বাড়িতে আটকা পড়েছেন। ভারী বৃষ্টি ও কাদার কারণে তাদের কাছে দ্রুত সেবা পৌঁছানোও সম্ভব হচ্ছে না।
জাপানের রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচকে জানিয়েছে, এখনও ৫ শতাধিক মানুষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পাহাড়ের খাড়া ঢালুতে পানি জমে ও ব্রিজ ধসে যাওয়ায় সেখানে উদ্ধার তৎপরতা চালানো সম্ভব হচ্ছে না। প্রবল বর্ষণের কারণে উদ্ধারকাজে ব্যবহৃত হেলিকপ্টারগুলো উড়তে পারছে না।
জাপানের মন্ত্রী পরিষদের প্রধান সচিব ইয়োশোহিদে সুগা এক সংবাদ সম্মেলনে বলেন, নিখোঁজ ও আটকে পড়াদের উদ্ধারে সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।
কিয়োশুতে ভারী বৃষ্টিপাত ও ভূমিধস অব্যাহত থাকবে বলে রোববার সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।
বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৭
জিওয়াই/আরআর