ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ব্যস্ত সড়কে রেসিং কারের ধাক্কায় ডিগবাজি খেল মাইক্রোবাস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, জুলাই ১০, ২০১৭
ব্যস্ত সড়কে রেসিং কারের ধাক্কায় ডিগবাজি খেল মাইক্রোবাস ছবি: সংগৃহীত

ঢাকা:  ব্যস্ততম সড়কে সুইফট ডিজায়ারকে ওভারটেকিং করতে গিয়ে দুর্ঘটনায় পড়েছে দ্রুতগতির রেসিং কার লাম্বারগিনি। এতে ওই গাড়িতে থাকা ২০ বছর বয়সী এক যাত্রীর মৃত্যু হয়েছে। 

গত সপ্তাহে ভারতের রাজধানী দিল্লির কাছে বৃহত্তর নইদা এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

সোমবার (১০ জুলাই) দেশটির স্থানীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়ছে, দুর্ঘটনার মুহূর্তটি নইদা এক্সপ্রেসওয়ের সিসিটিভির ক্যামেরায় ধরা পড়েছে। এরমধ্যে অনলাইন দুনিয়ায় ভাইরাল ওই ভিডিও ফুটেজ।  

ফুটেজে দেখা যায়, এক্সপ্রেসওয়েতে চলন্ত মারুতি সুইফট ডিজায়ারকে দ্রুতগতির লাম্বরগিনি ওভারটেক করে বাম দিকে ঝেঁকে পড়েছে। তবে বিষয়টি পরিষ্কার নয়, ডিজায়ারের চালক তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন কিনা!

কিন্তু লাম্বরগিনিটি বামপাশ দিয়ে এগিয়ে দুর্ঘটনা থেকে রক্ষা পেলেও রাস্তার বাম পাশে ছিটকে পড়ে মারুতি ডিজায়ার। আর তখনই রাস্তার পাশে জঙ্গলে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় পড়ে গাড়িটি। তবে পালিয়ে যায় লা‍ম্বারগিনিটি।  

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, জুলাই ১০, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।