যুক্তরাষ্ট্রের দুই পর্যটন সংস্থা করইয়ো এবং ইয়ং পাইওনিয়ার ট্যুরস জানিয়েছে, আগামী ২৭ জুলাই যুক্তরাষ্ট্র নাগরিকদের উত্তর কোরিয়া ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা আসতে পারে। ঘোষণার পর নিষেধাজ্ঞা প্রক্রিয়া বাস্তবায়নে ৩০ দিন সময় দেওয়া হবে।
চীনাভিত্তিক ইয়ং পাইওনিয়ার ট্যুর এর পর্যটক হয়েই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওটো ওয়ার্মবিয়ার উত্তর কোরিয়া সফরে গিয়েছিলেন। সেখানে একটি নামফলক চুরির অভিযোগে ১৫ বছরের কারাদণ্ড দেন উত্তর কোরিয়ার আদালত। গত জুন মাসে কোমায় ভর্তি থাকা অবস্থায় তাকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানোর এক সপ্তাহ পরই তিনি মারা যান।
এ ঘটনার পর পর্যটন সংস্থাটি জানিয়েছে, তারা আর কোনো যুক্তরাষ্ট্র নাগরিককে উত্তর কোরিয়া ভ্রমণে নেবে না।
পর্যটন সংস্থাটি এক বিবৃতিতে শুক্রবার (২১ জুলাই) বলেছে, উত্তর কোরিয়া ভ্রমণে যুক্তরাষ্ট্র তার কোনো নাগরিককে আর অনুমতি দেবে না বলে আমরা জানতে পেরেছি। ধারণা করা হচ্ছে, ২৭ জুলাই ঘোষণা দেওয়ার পর ৩০ দিনের মধ্যে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। ৩০ দিনের এ নির্ধারিত সময় পর যেসব নাগরিক উত্তর কোরিয়া ভ্রমণে থাকবেন তাদের ভিসার বৈধতা বাতিল হয়ে যাবে।
ইয়ং পাইওনিয়ার এর কর্মকর্তা রোয়ান বিয়ার্ড বলেছেন, উত্তর কোরিয়ায় যুক্তরাষ্ট্র কার্যক্রম তত্ত্বাবধানকারী সুইডিস দূতাবাস নিষেধাজ্ঞার এ বিষয়টি জানিয়েছে। সুইডিস দূতাবাস ইতোমধ্যে উত্তর কোরিয়ায় অবস্থানকারী সব যুক্তরাষ্ট্র নাগরিকদের দেশে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, জুলাই ২১, ২০১৭
জিওয়াই/আরআর