ব্রাজিলের একটি আদালত স্থানীয় সময় শুক্রবার (২১ জুলাই) এডসন চোলবি এডিনহোর আপিল খারিজ করে ফের জেলে নেওয়ার নির্দেশ দেন।
পেলের পথ ধরে ফুটবলার হয়েছিলেন তার ছেলে।
মাদক পাচার ও মানি লন্ডারিংয়ে জড়িত হয়ে প্রথম গ্রেফতার হন ২০০৫ সালে। সেসময় তার ৩৩ বছরের জেল হয়। এই শাস্তির বিপক্ষে আপিলও করেন। সেটা কমিয়ে ১৩ বছর করা হয়। ছয়মাস জেল খাটার পর প্যারোলে মুক্তি পান। তবে সবশেষ অন্তত ১২ বছর তাকে সাজা খাটতেই হচ্ছে।
এডিনহো অবশ্য এই শাস্তি মেনে নিতে পারছেন না কখনোই। ইতোপূর্বে তিনি সংবাদমাধ্যমে বলেছেন, আমি ভীষণ হতাশ। কারণ আমার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে। কিন্তু আমি কখনোই তা করিনি।
বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, জুলাই ২২, ২০১৭
আইএ