শনিবার (২৯ জুলাই) সকালে মার্কিন গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।
জন কেলি নতুন নিয়োগে রাইনস প্রিবাসের স্থলাভিষিক্ত হবেন।
রিপাবলিকান নেতা প্রিবাসকে নিয়োগ দিতে গিয়ে তখন ট্রাম্প বলেছিলেন, প্রিবাস যথেষ্ট যোগ্য নেতা। নির্বাচনী প্রচারে তার ভূমিকা অতুলনীয়।
কিন্তু মাত্র নয় মাসের মাথায় প্রিবাসকে সরিয়ে কেলিকে হোয়াইট হাউজে আনলেন ট্রাম্প।
কেলি একজন অবসরপ্রাপ্ত ফোরস্টার জেনারেল। এর আগে তিনি হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টে নিয়োগ পান। ৩০ লাখ অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসন যে ধরনের পদক্ষেপ নিয়েছেন এর পেছনে কলকাঠি নেড়েছেন কেলি।
এক টু্ইট বার্তায় ট্রাম্প কেলি সম্পর্কে বলেন, তিনি একজন মহান নেতা। হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টে থাকার সময় কেলি আমার প্রশাসনে চমৎকার কাজ করে গেছেন। তিনি একজন মহান আমেরিকান।
বাংলাদেশ সময়: ০৬৪৭ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৭
কেজেড/এসএনএস