ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিন বিমান হামলায় সিরিয়ায় ৫ শিশুসহ নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০২ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৭
মার্কিন বিমান হামলায় সিরিয়ায় ৫ শিশুসহ নিহত ১০ সিরিয়ায় মার্কিন বিমান হামলা (ছবি সংগৃহীত)

ঢাকা: মার্কিন বিমান হামলায় সিরিয়ায় ৫ শিশুসহ ১০ জন নিহত হয়েছে। এদের মধ্যে একই পরিবারের অন্তত ৭ জন সদস্য রয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন আরও অনেকে।

সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে প্রায় ৪৫০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত দেইর আজ-যোর প্রদেশের তাইবিয়ে গ্রামে বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।

বাংলাদেশ সময় শনিবার (২৯ জুলাই) দিবাগত রাতে মার্কিন বাহিনী এ হামলা চালিয়েছে বলে জানিয়েছেন ইরানের সংবাদ মাধ্যেম।

স্থানীয় সূত্রগুলো সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানাকে জানিয়েছে, দেইর আজ-যোর প্রদেশের উত্তর-পূর্বে তাইবিয়ে গ্রামে মার্কিন বাহিনী এক বিমান হামলা চালিয়েছে। এ হামলায় একই পরিবারের ৫ শিশুসহ ৭ জন নিহত হয়েছে। হামলায় আরও অনেকে আহত হয়েছেন। এছাড়া বহু বেসামরিক প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে।

মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় গত বৃহস্পতিবার (২৭ জুলাই) একই গ্রামে ১৮ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। তার দু’দিন পর শনিবার নতুন করে আবার এ হামলা চালানো হলো।

এর আগে, গত বুধবার (২৬ জুলাই) রাকা প্রদেশে আরেক হামলায় ২৯ জন নিহত হয়েছিল যার মধ্যে আটজনই শিশু ছিল।

বাংলাদেশ সময়: ০৬৫৮ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৭
এএম/এসআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।