অবরোধ আরোপের কারণে যুক্তরাষ্ট্রের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ভেনেজুয়েলার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখতে পারবে না।
রোববার (৩০ জুলাই) ব্যাপক সহিংসতা ও সমালোচনার মুখে সাংবিধানিক পরিষদ নির্বাচনে ভোটের আয়োজন করেন মাদুরো।
ট্রাম্পের আবরোধ আরোপের বিষয়ে মাদুরো বলেন, তার এই সিদ্ধান্তের মধ্যদিয়ে হতাশা ও ঘৃণাই প্রকাশ পেয়েছে।
সাংবিধানিক পরিষদ নির্বাচন বয়কট করেছে বিরোধী রাজনৈতিকদলগুলো। তারা এ নির্বাচনকে উপহাস বলে সমালোচনা করেছে।
অবরোধ আরোপের পর যুক্তরাষ্ট্র অর্থমন্ত্রী বলেন, রোববারের নির্বাচন প্রমাণ করে মাদুরো একনায়কতন্ত্র কায়েম করছে। জনগণের ইচ্ছার কোনো মূল্য তার কাছে নেই।
তিনি আরও বলেন, অবরোধ আরোপের মাধ্যমে যুক্তরাষ্ট্র মাদুরো সরকারবিরোধী অবস্থান এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জনগণের ইচ্ছার পক্ষে অবস্থান স্পষ্ট করেছে।
বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, আগস্ট ১, ২০১৭
জিওয়াই/আরআর