বন বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, বন বিভাগের মাটি ক্রয় সংক্রান্ত নতুন নথিপত্র জমা দিয়েছেন প্রধান বন সংরক্ষক। খুব দ্রুতই কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য তা মুখ্য সচিবের কাছে জমা দেওয়া হবে।
রাজ্যের প্রধান বিরোধী দলীয় নেতা ও বর্তমান উপ-মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদি বলছেন, কোনো রকম টেন্ডার আহ্বান না করেই সেগুনা মোড়ের পাশে যে জায়গায় মাটি দিয়ে শপিং মলের ভিত্তি স্থাপনের কাজ চলছে সে মাটি ৯০ লাখ রুপিতে পাটনা চিড়িয়াখানার জন্য কেনা হয়। ২ একরের যে জায়াগায় মলটি হচ্ছে সেটি ডিলাইট মার্কেটিং কোম্পানির মালাকানাধীন (বর্তমানে লারা প্রজেক্টস এলএলপি)। লালুর দুই ছেলে তেজস্বী প্রতাপ যাদব এবং তেজ প্রতাপ দুজনই প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটিতে রয়েছেন।
মুখ্য সচিব অঞ্জনি কুমার সিংহ গত ৬ এপ্রিল মাটি ক্রয় সংক্রান্ত যাবতীয় নথিপত্র সরবরাহ করার জন্য বনবিভাগকে নির্দেশ দেন। এরপর ২১ এপ্রিল অঞ্জনি জানান, পাটনার চিড়িয়াখানার জন্য মাটি কেনার বিষয়টির প্রাথমিক তদন্তে কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি।
কোন জায়গা থেকে মাটি আনা হয়েছিল তা তদন্ত করতে বন বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, আগস্ট ১, ২০১৭
জিওয়াই/আরআর