বিতর্কিত সাংবিধানিক পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সোমবার (৩১ জুলাই) দেশটির ওপর অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, মাদুরো একনায়কতন্ত্র কায়েম করে জনগণের ক্ষমতা কুক্ষিগত করেছেন।
সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে মাদুরো যুক্তরাষ্ট্র নির্বাচনের সমালোচনা করে বলেন, বিরোধীদলের চেয়েও প্রায় ৩০ লাখ ভোট কম পেয়ে আপনি চাইলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারবেন। আহারে কি বিশাল গণতন্ত্র!
যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল অনুসারে জানা গেছে, ভোটের হিসেবে ট্রাম্পের চাইতে ২০ লাখ ৯০ হাজার ভোটে এগিয়ে ছিলেন ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন।
মাদুরো বলেন, ট্রাম্পের এ অবরোধ ভেনেজুয়েলার সাম্রাজ্যবাদী সরকারের প্রতি তাদের বেপরোয়া এবং ঘৃণ্য মনোভাবের পরিচয় বহন করে।
**ভেনেজুয়েলার ওপর অবরোধ আরোপ যুক্তরাষ্ট্রের
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৭
জিওয়াই/আরআর