ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

আফগান মসজিদে আত্মঘাতী হামলায় প্রাণ গেলো ৩০ জনের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, আগস্ট ১, ২০১৭
আফগান মসজিদে আত্মঘাতী হামলায় প্রাণ গেলো ৩০ জনের মসজিদে আত্মঘাতী হামলা

আফগানিস্তানের হেরাত প্রদেশে একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (০১ আগস্ট) রাতে ইরান সীমান্ত সংলগ্ন পশ্চিম হেরাত প্রদেশের ওই মসজিদটিতে হামলা হয়।

স্থানীয় হাসপাতালের চিকিৎসক মোহাম্মাদ রফিক জানান, ঘটনার পরপরই ২০ জনের মরদেহ তিনি পেয়েছেন।

তারা ঘটনাস্থলেই মারা যান। এছাড়া আরও কয়েকজনের মৃত্যু হয়েছে হাসপাতালে আনার পর।  

তিনি জানান, সন্ধ্যার পরপরই বিস্ফোরণে এই হতাহতের ঘটনা।

প্রদেশটির পুলিশের মুখপাত্র আবদুল আহাদ ওয়ালিজাদা বলেন, দুইজন জঙ্গি এই হামলার সঙ্গে জড়িত। একজন সুইসাইডাল ভেস্ট পরে ছিল, অন্যজনের কাছে ছিল অস্ত্র। হামলা চালালে তাদের দুইজনও মারা যায়।

ঘটনার সময় বহু মানুষ সমজিদে ছিলেন, এর মধ্যে আহতও বেশ কয়েকজন। এখন পর্যন্ত ঘটনার দায় কেউ স্বীকার করেনি।

বাংলাদেশ সময়: ০১১৬ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।