সোমবার (১৪ আগস্ট) পাকিস্তানের স্বাধীনতা দিবস। তার ঠিক পরদিন ১৫ আগস্ট ৭০তম স্বাধীনতা দিবস ভারতেরও।
তবে এমন প্রেক্ষাপটকে ছাপিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভারত ও পাকিস্তানের একদল তরুণ শিল্পীর গাওয়া একটি গান, যাকে আয়োজকরা বলছেন ‘পিস অ্যানথেম’ বা শান্তির জাতীয় সংগীত।
‘ভয়েস অব রাম’ নামে শান্তির পক্ষে প্রচারণা চালানো ফেসবুক ভিত্তিক একটি গ্রুপ ১৪ আগস্ট আগের রাতে গানটি পোস্ট করে। দুপুর পর্যন্ত যা প্রায় চার লাখ বার দেখা হয়ে গেছে। হয়েছে দশ হাজারের বেশি শেয়ারও।
ভিডিওর শুরুতেই পর্দায় ভেসে ওঠে একটি বাক্য, ‘শিল্পের জন্য আমরা যখন সীমান্ত খুলে দেই, তখন শান্তির দেখা মেলে’।
গানের প্রথম অংশে পাকিস্তানের জাতীয় সংগীত ‘পাক সার জমিন সাদ বাদ’ গাইছেন একদল শিল্পী। পরের অংশে সেই শিল্পীদেরই দেখা যায় ভারতের জাতীয় সঙ্গীত ‘জনগনমন অধিনায়ক জয় হে’ গাইছেন।
গানটিতে কাউকে স্টুডিও থেকে, আবার কাউকে দুই দেশের বিভিন্ন স্থান থেকে গলা মেলাতে দেখা যায়। গানটি শেষে পর্দায় ভেসে ওঠে ‘আসুন শান্তি পক্ষে দাড়াই’।
ভয়েস অব রামের প্রধান চলচ্চিত্রকার ও রাজনৈতিক আন্দোলনকর্মী রাম সুব্রামানিয়ন বলেছেন, অনেক মানুষই আছেন যারা শান্তির পক্ষে কথা বলতে ভয় পান। তাদের ভয় দূর করার জন্যই এই আয়োজন।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
আইএ