দেশটির বার্সেলোনার জনপ্রিয় পর্যটন এলাকা লাস রামব্লাসে বৃহস্পতিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় পথচারীদের ওপর গাড়ি চালিয়ে দিয়ে অন্তত ১৩ জনকে হত্যা করা হয়। ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার করে।
বার্সেলোনায় হামলার কয়েক ঘণ্টা পর দেশটির উপকূলীয় শহর ক্যামব্রিলসে একই কায়দায় আবারও হামলা চালায় সন্ত্রাসীরা। এতে আহত হন সাতজন।
ক্যামিব্রিলসে হামলাকারীদের সঙ্গে বার্সেলোনায় হামলাকারীদের যোগসূত্র ছিল বলে জানিয়েছিলো পুলিশ। ক্যামিব্রিলসে হামলার সময় পুলিশের গুলিতে সন্দেহভাজন পাঁচজন সন্ত্রাসী নিহত হয়। ক্যামব্রিলসে পুলিশের গুলিতে নিহত ওই পাঁজনের একজন মুসা ওকাবির।
বাংলাদেশ সময়: ০৩৩৬ ঘণ্টা, আগষ্ট, ১৯
এএম/এমজেএফ