ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ডেঙ্গুতে আক্রান্ত প্রিয়াঙ্কা গান্ধী হাসপাতালে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৭
ডেঙ্গুতে আক্রান্ত প্রিয়াঙ্কা গান্ধী হাসপাতালে প্রিয়াঙ্কা গান্ধী (ফাইল ছবি)

কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র ডেঙ্গুতে আক্রান্ত হয়ে স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (২৫ আগস্ট) হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।  
 
স্যার গঙ্গা রাম হাসপাতালের চেয়ারম্যান (বোর্ড অব ম্যানেজমেন্ট) ডিএস রানা জানান, প্রিয়াঙ্কা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৩ আগস্ট হাসপাতালে ভর্তি হন।

 

তিনি জানান, প্রিয়াঙ্কা চেস্ট মেডিসিন কনসালটেন্ট অরুপ বসুর তত্ত্বাবধায়নে আছেন। তিনি দ্রুত সেরে উঠছেন।  

এবছর ভারতে এখন পর্যন্ত ৬৫৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলে এক পরিসংখ্যানে জানা গেছে। এর মধ্যে ৩২৫ জন দিল্লির এবং ৩৩২ জন অন্য প্রদেশের।  

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৭
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।