ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে নোঙর ফেলেছে মার্কিন যুদ্ধজাহাজ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৭
ভারতে নোঙর ফেলেছে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস পার্ল হারবার ; ফাইল ফটো

ঢাকা: ডোকলাম নিয়ে চীন সীমান্তে উত্তেজনা চলছে ভারতের। এর মধ্যেই গোয়ার বন্দরে নোঙর ফেললো একটি মার্কিন যুদ্ধজাহাজ।

দিল্লির মার্কিন দূতাবাসের উদ্ধৃতি দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ৭শ  সেনাকে নিয়ে ‘ইউএসএস পার্ল হারবার’ নামে মার্কিন নৌবাহিনীর একটি জাহাজ গোয়ায় পৌঁছেছে।

ভারতের নৌসেনা এবং মেরিন কম্যান্ডোদের সঙ্গে যৌথ প্রশিক্ষণ এবং কলাকৌশল বিনিময়ে অংশ নেবেন এই মার্কিন নৌসেনারা।

এদিকে চীনের সঙ্গে সীমান্তে ভারতীয়দের চলমান উত্তেজনার মধ্যেই গোয়ায় মার্কিন যুদ্ধজাহাজের আগমন নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে ভারতের বিভিন্ন মহলে।

এ ব্যাপারে ভারতীয় নৌবাহিনীর মুখপাত্র ক্যাপ্টেন ডি কে শর্মা বলেন,  নিয়মিত সফরের অংশ হিসেবে গোয়ায় ভিড়েছে মার্কিন যুদ্ধজাহাজ। ভারতীয় নৌসেনাদের সঙ্গে কোনো মহড়াতেও তারা অংশ নেবে না বলে জানান তিনি।

দিল্লির মার্কিন দূতাবাস জানিয়েছে, ‘পার্ল হারবার’ নামে জাহাজটির মূল ঘাঁটি সান দিয়েগোয়। মূলত বিভিন্ন দেশের সঙ্গে সামরিক কূটনীতি এবং জরুরি পরিস্থিতিতে সাহায্য পাঠানোর জন্য ব্যবহৃত হয় জাহাজটি।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।