স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, শুক্রবার সানার দক্ষিণাঞ্চলীয় ফাজ আতানে শুক্রবার দু’টি আবাসিক ভবনে আঘাত হানে সৌদি জোটের যুদ্ধবিমান। এতে ভবন দুটি ধ্বংসস্তূপে পরিণত হয়।
এদিকে হামলায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করছেন স্থানীয়রা। কারণ ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকা পড়ে আছেন বলে জানান তারা।
ইয়েমেনে হুথি বিদ্রোহীদের দমনের নামে সেখানে সামরিক অভিযান চালাচ্ছে সৌদি আরবের নেতৃত্বাধীন আরব জোট। তাদের বিরুদ্ধে বেসামরিক জনগণের উপর নির্বিচারে বিমান হামলা চালানোর অভিযোগ তুলেছে মানবাধিকার সংস্থাগুলো। কয়েকদিন আগেও সানার একটি হোটেল সৌদি নেতৃ্ত্বাধীন জোটের বিমান হামলায় প্রাণ হারান ৪১ জন বেসামরিক নাগরিক।
বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৭
আরআই