ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

জাপান সাগরে উ. কোরিয়ার ৩ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৪ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৭
জাপান সাগরে উ. কোরিয়ার ৩ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সামরিক বাহিনীর সঙ্গে কিম জং উন

এবার জাপান সাগরে স্বল্প-দূরত্বের তিনটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো কিং জং উনের উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাত দিয়ে বিষয়টি জানাচ্ছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলছে, এটা ব্যর্থতার মধ্যে দিয়ে শেষ হয়েছে।

শনিবার (২৬ আগস্ট) দেশটির ক্যাংওয়ান প্রদেশ থেকে ক্ষেপণাস্ত্র তিনটি ছোড়া হয়। এর দূরত্ব ছিলো ১৫৫ মাইল।

উত্তর কোরিয়ার বলছে, মার্কিন মূল ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র পাঠানোর সক্ষমতা তাদের আছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর থেকে পাল্টা উত্তর, তারা নিশ্চিত যে এই ক্ষেপণাস্ত্র উত্তর আমেরিকা কিংবা গুয়ামের জন্য মোটেই হুমকি নয়।

যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের মুখপাত্র কমডোর ডেভিড বেনহাম বলেন, প্রথম ও তৃতীয় ক্ষেপণাস্ত্রটি উড়তে থাকা অবস্থায় ব্যর্থ হয়েছে। দ্বিতীয়টি নিক্ষেপের কিছুক্ষণের মধ্যেই ভূপাতিত হয়েছে।

আরও বিস্তারিত পর্যালোচনা করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন বেনহাম।

বাংলাদেশ সময়: ০৬৪৮ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।