প্রবল বাতাস গাছ ও বৈদ্যুতিক খুঁটিতে আঘাত হেনে দুর্বল করে দিচ্ছে। ঝড়ের অবস্থান এখনও কিছু দূরে থাকলেও শুরু হয়ে গেছে তাণ্ডবলীলা।
শুক্রবার (২৫ আগস্ট) রাতে ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিলো ১৩০ কিলোমিটার। হার্ভের প্রভাবে কিছু জায়গায় ৪০ ইঞ্চি এবং বাকি জায়গায় ৩০ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত ঘটাতে পারে।
ন্যাশনাল ওয়েদার সার্ভিস স্থানীয় সময় শুক্রবার (২৫ আগস্ট) সকালে এক বুলেটিনে জানায়, ঝড় থেকে বাঁচতে এখনই সরে যেতে হবে। নিরাপদ আশ্রয়ে না পৌঁছাতে পারলে হুমকিতে পড়তে পারে জীবন।
এ সতর্কবার্তার পর টেক্সাসবাসী ঝড় মোকাবেলায় ব্যাপ প্রস্তুতি নিয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দারা সরে গেছে নিরাপদ স্থানে।
স্থানীয় সময় শুক্রবারে শেষ সময়ে অথবা শনিবার সকালে আঘাত হানার সময় ঝড়ের গতিবেগ ১৪৫ কিলোমিটার হতে পারে বলে জানানো হয়েছে।
**ধেয়ে আসছে হার্ভে: শেষ মুহূর্তের প্রস্তুতি টেক্সাসজুড়ে
বাংলাদেশ সময়: ০৮২০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৭
এএ