শনিবার (২৬ আগস্ট) বাংলাদেশ সময় সকাল ৯টা ১৮ মিনিটের দিকে ‘হার্ভে’র আঘাত হানার খবর জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
২০০৪ সালের পর ‘হার্ভে’ হলো যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানা ক্যাটাগরি-৪ হারিকেন।
গত বৃহস্পতিবার (২৪ আগস্ট) হঠাৎই ঘূর্ণিঝড়টি হারিকেনে রূপ নেয়। দ্রুতই এটি ক্যাটাগরি-১ হারিকেন থেকে ক্যাটাগরি-২ এ রূপান্তরিত হয়। এর গতি প্রকৃতি দেখে বিশেষজ্ঞরা ধারণা করেছিলেন, ক্যাটাগরি-৩ হয়ে ‘হার্ভে’ টেক্সাস উপকূলে আঘাত হানবে। তবে বিশেষজ্ঞদের ধারণা পাল্টে সামুদ্রিক ঝড়টি আরো শক্তিশালী ক্যাটাগরি-৪ এ রূপান্তরিত হয়ে টেক্সাসে আঘাত হানলো।
যদিও আগেই ঝড়ের গতিপথে থাকা প্রায় ৬ লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তবে ‘প্রাণঘাতী’ তকমা পাওয়া ঘূর্ণিঝড়টি যে পরিমাণ বৃষ্টিপাত ঝড়াবে তা থেকে ভয়াবহ বন্যা পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে। ‘হার্ভে’র প্রভাব কিছু জায়গায় ৪০ ইঞ্চি, কিছু জায়গায় ৩৫ ইঞ্চি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে।
এরইমধ্যে এক লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। মিলেছে ভবন ধসের খবর, যাতে মানুষ আটকা পড়েছেন।
আরও শক্তিশালী হয়েছে ‘হার্ভে’, বিক্ষুব্ধ টেক্সাস উপকূল
ধেয়ে আসছে হার্ভে: শেষ মুহূর্তের প্রস্তুতি টেক্সাসজুড়ে
বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৭/আপডেট: ১০০০ ঘণ্টা
জেডএস