এদিকে ঝড়ের প্রভাবে প্রবল বর্ষণে দেশটির চতুর্থ বড় শহর হাউস্টন ভয়াবহ বন্যার কবলে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এরইমধ্যে অনেক এলাকা পানিতে তলিয়ে গেছে।
ন্যাশনাল ওয়েদার সেন্টার জানিয়েছে, টেক্সাসজুড়ে আগামী কয়েকদিন ‘হার্ভে’র প্রভাব বজায় থাকবে। এতে আগামী বুধবার (৩০ আগস্ট) নাগাদ ১২৭ সেন্টিমিটার বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে।
ঝড়ের আঘাতস্থল করপাস ক্রিস্টিতে এরইমধ্যে ৫১ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছেন টেক্সাসের গর্ভনর গ্রেগ অ্যাবোট।
অস্টিনে এক কনফারেন্সে গর্ভনর বলেন, টানা বর্ষণ ভয়াবহ বন্যার কারণ হতে পারে। এ সময় তিনি জলবায়ু পরিবর্তনকে মূল কারণ হিসেবে উল্লেখ করেন। তবে ঝড়ে এখন পর্যন্ত ঠিক কতোজন হতাহত হয়েছেন সে বিষয়ে নিশ্চিত করে কোনো তথ্য জানাতে পারেন নি।
শনিবার (২৬ আগস্ট) বাংলাদেশ সময় সকাল সোয়া ৯টার পর ঘণ্টায় ১৩০ মাইল বেগে টেক্সাস উপকূলে আঘাত হানে ‘হার্ভে’। এর আঘাতের স্থল ছিলো টেক্সাসের পোর্ট আরানসাস ও পোর্ট ও’কনর এর মধ্যবর্তী স্থান।
গত বৃহস্পতিবার (২৪ আগস্ট) হঠাৎই ঘূর্ণিঝড়টি হারিকেনে রূপ নেয়। দ্রুতই এটি ক্যাটাগরি-১ হারিকেন থেকে ক্যাটাগরি-২ এ রূপান্তরিত হয়। এর গতি প্রকৃতি দেখে বিশেষজ্ঞরা ধারণা করেছিলেন, ক্যাটাগরি-৩ হয়ে ‘হার্ভে’ টেক্সাস উপকূলে আঘাত হানবে। তবে বিশেষজ্ঞদের ধারণা পাল্টে সামুদ্রিক ঝড়টি আরো শক্তিশালী ক্যাটাগরি-৪ এ রূপান্তরিত হয়ে টেক্সাসে আঘাত হানে।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৭
জেডএস