আল্পসের অস্ট্রিয়া অংশের জিলারটাল রেঞ্জে ভূপৃষ্ঠ থেকে ২ হাজার মিটার বা ৬ হাজার ৫৬১ ফুট উঁচুতে এ দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষের বরাত দিয়ে রোববার (২৭ আগস্ট) স্থানীয় সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।
সংবাদমাধ্যম জানায়, খবর পেয়েই দেশের পূর্ব-মধ্যাঞ্চলের দুর্ঘটনাস্থলে পাঁচটি উদ্ধারকারী হেলিকপ্টার পাঠানো হয়েছে। ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা জানা না গেলেও সংশ্লিষ্টরা বলছেন, ওই ছয় অভিযাত্রী দড়ি বেয়ে পর্বতের চূড়ায় আরোহণ করতে যাচ্ছিলেন। আচমকা একসঙ্গে সবাই ছিটকে পড়েন।
কর্মকর্তারা আরও বলছেন, দুর্ঘটনার সময় ওই ছয় অভিযাত্রী ছিলেন পাথর ধসের মারাত্মক ঝুঁকিপূর্ণ এলাকা ম্যানকারশার্তে গিরিপথের নিচে।
স্বেচ্ছাসেবী সংস্থা রেড ক্রসের উদ্ধারকারী বাহিনীর প্রধান অ্যান্তন ভোইদোফার বলেন, আমরা ধারণা করছি দড়ি নড়বড়ে হয়ে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতদের জাতীয়তা জানা যায়নি।
বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৭
এইচএ/