ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

৮ মাত্রার ভূমিকম্প মেক্সিকোতে, সুনামি সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৭
৮ মাত্রার ভূমিকম্প মেক্সিকোতে, সুনামি সতর্কতা একটি হাসপাতালের নিচে আতঙ্কিত লোকজন। ছবি- সংগৃহীত

ঢাকা: মেক্সিকোর উপকূলে আঘাত হেনেছে রিখটার স্কেলে ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। কিছুক্ষণ আগে (স্থানীয় সময় বৃহস্পতিবার রাত) অনুভূত এই ভূমিকম্পের উৎপত্তিস্থল মেক্সিকোর শিয়াপাস উপকূল সংলগ্ন সমুদ্রে বলে জানিয়েছে প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার।  

ভূমিকম্পের পরপরই সুনামি সতর্কতা জারি করেছে প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার। আগামী তিন ঘণ্টার মধ্যেই মেক্সিকো উপকূলে সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি।

মেক্সিকোতে আঘাত হেনেছে ভূমিকম্প, ছবি- সংগৃহীত
মেক্সিকোর পাশাপাশি প্রতিবেশী গুয়েতেমালা, এল সালভেদর, কোস্টারিকা, নিকারাগুয়া, পানামা, হন্ডুরাস ও ইকুয়েডরেও সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে বলে জানানো হয়েছে হুঁশিয়ারি বার্তায়।

ভূমিকম্পের উৎপত্তিস্থল শিয়াপাস উপকূল থেকে ৭০ মাইল দূরবর্তী সমুদ্রে, ভূপৃষ্ঠের ২০ কিলোমিটার গভীরে।

এদিকে ভূমিকম্পের তীব্রতা মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতেও অনুভূত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। ভূমিকম্পের সময় আতঙ্কে মেক্সিকো সিটিতে জনগণ ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসে।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।