ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

জাপানের দিকে ফের ক্ষেপণাস্ত্র ছুঁড়লো উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৭
জাপানের দিকে ফের ক্ষেপণাস্ত্র ছুঁড়লো উত্তর কোরিয়া জাপানের দিকে ছেোড়া উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র

ঢাকা: জাপানের দিকে ফের ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে উত্তর কোরিয়া।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, জাপান বলেছে, ক্ষেপণাস্ত্রটি সম্ভবত তার এলাকা অতিক্রম করেছে এবং দেশের অধিবাসীদের সতর্ক করে দেওয়া হয়েছে।

এর আগে গত মাসে উত্তর কোরিয়া জাপানকে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার হুমকি দিয়েছিল।

উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞার মাত্র কয়েকদিন পর এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শুরু হলো।

এ সতর্কতার জবাবে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জাপান সাগরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়ে।

এদিকে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির প্রাসাদ ব্লু হাউজ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের জরুরি বৈঠক ডেকেছে।

বাংলাদেশ সময়: ০৫৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৭
এসই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।