ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

লন্ডন হামলার ঘটনায় ১৮ বছর বয়সী তরুণ গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৭
লন্ডন হামলার ঘটনায় ১৮ বছর বয়সী তরুণ গ্রেফতার

ঢাকা: লন্ডনে শুক্রবারের পাতাল রেলে হামলার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১৮ বছর বয়সী এক তরুণকে গ্রেফতার করেছে ব্রিটিশ পুলিশ।

শনিবার (সেপ্টেম্বর ১৬) এক বিবৃতিতে ব্রিটেনের পুলিশ জানায়, ইংলিশ চ্যানেল সংলগ্ন ডোভার থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করে কেন্ট পুলিশ। এ গ্রেফতারকে হামলার তদন্তের ব্যাপারে ‘উল্লেখযোগ্য’ অগ্রগতি বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।

শুক্রবার লন্ডনের দক্ষিণপশ্চিমে অবস্থিত পারসনস গ্রিন স্টেশনে পাতাল রেলে সংঘটিত বিস্ফোরণে আহত হন কমপক্ষে ২৯ জন।

ওই ঘটনার পর ব্রিটিশ কর্তৃপক্ষ দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করে।

ওই বিস্ফোরণের দায় স্বীকার করে ইতোমধ্যে বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএস।

উল্লেখ্য, সাম্প্রতিক সময় বেশ কয়েকবার সন্ত্রাসীদের টার্গেটে পরিণত হয়েছে লন্ডন। চলতি বছর লন্ডনে এটি পঞ্চম সন্ত্রাসী হামলার ঘটনা।   

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।