রোববার (১৭ সেপ্টেম্বর) জাপানের দক্ষিণ-উত্তরাঞ্চলীয় কাইশুতে আঘাত হানে টাইফুন ‘তালিম’। এসময় বাতাসের গতিবেগ ছিলো ঘণ্টায় ১৬২ কিলোমিটার।
কর্তৃপক্ষ জানিয়েছে, আঘাত হানার পর ঝড়টি উত্তরপূর্বাঞ্চলীয় দ্বীপ হাক্কিয়াদোর দিকে এগিয়ে যাচ্ছে। এর প্রভাবে প্রচণ্ড বৃষ্টিপাতে যানচলাচল, এমনকি জনজীবন স্থবির হয়ে পড়েছে।
এদিকে রোববারের মতো সোমবারও শতাধিক অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে। একইসঙ্গে বাতিল করা হয়েছে বেশ কয়েকটি বুলেট ট্রেনের শিডিউল।
গত বছরের সেপ্টেম্বরে টাইফুন ‘লায়নরক’র আঘাতে জাপানে অন্তত ২২ জনের প্রাণহানি হয়। আর গত মাসে ‘নরু’র আঘাতে মারা যায় দু’জন, আহত হয় অর্ধশতাধিক।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৭
জেডএস