এ বিষয়ে দুই দেশের মধ্যে চুক্তি সই হয়েছে। কাতারের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন মোহাম্মদ আল-আতিয়াহ ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী মাইকেল ফ্যালন নিজ নিজ দেশের পক্ষে সই করেন।
উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর এটি কাতারের দ্বিতীয় বৃহত্তম সামরিক চুক্তি বলে জানাচ্ছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
যার আওতায় যুক্তরাজ্যের কাছ থেকে ২৪টি টাইফুন যুদ্ধবিমান পাবে পারস্য উপসাগরের দেশটি। এগুলো কিনতে খরচ কেমন হচ্ছে, এ বিষয়ে জানা যায়নি।
বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৭
আইএ