স্থানীয় সময় শুক্রবার (২২ সেপ্টেম্বর) মারিয়ার প্রভাবে অতিবৃষ্টির মধ্যে ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে বাড়িঘর।
যুক্তরাষ্ট্রের আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হচ্ছে, পুয়ের্ত রিকোসহ অন্য ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ মিলে এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে।
দেশটির জাতীয় আবহাওয়া সার্ভিস সান জুয়ান অফিস টুইটার বার্তায় এ অবস্থাকে ‘ভয়ানক বিপদজনক অবস্থা’ হিসেবে অবিহিত করেছে। একই সঙ্গে সেখান থেকে জরুরিভিত্তিতে লোক সরিয়ে নেওয়া হচ্ছে বলেও জানাচ্ছে সংস্থাটি।
পুয়ের্তে রিকো কর্তৃপক্ষ এখন পর্যন্ত ছয়জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ভূমিধস ও বন্যায় তাদের মৃত্যু হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, মৃতের সঙ্গে কমপক্ষে ১৫ হতে পারে।
বাংলাদেশ সময়: ০১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
এএ