রোববার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সংবাদমাধ্যমের খবরে এমনটা জানানো হয়।
খবরে বলা হয়, গত সপ্তাহে ক্যাম্পাসের গেটের বাইরে দুই মোটরসাকেল আরোহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর শ্লীলতাহানি করেন।
গত বৃহস্পতিবার এ দাবিতে উপাচার্যের বাসভবনে বিক্ষোভকালে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। শিক্ষার্থীদের অভিযোগ, ওই ঘটনার সময় স্থানীয় জেলা শাসকও উপস্থিত ছিলেন।
পুলিশের লাটিচার্জ থেকে রেহাই পায়নি ছাত্রীরাও। এ খবর ছড়িয়ে পড়লে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে শিক্ষার্থীরা। শিক্ষার্থী-পুলিশের মধ্যে চলা এ সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭
এমএ