তাকে কোলে রাখা সেই নারী পুলিশ দুঃচিন্তায় পড়ে যান। তিনি নিজেও সদ্য মা হয়েছেন।
কোটি মানুষের হৃদয়জয়ী এই নজির গড়েছেন চীনের মধ্যাঞ্চলের শানঝি জিংঝং উচ্চমাধ্যমিক গণআদালতে দায়িত্বরত পুলিশ সদস্য হাও লিনা। তার গত ২৩ সেপ্টেম্বরের ঘটনাটি ধরা পড়ে এক সহকর্মীর মোবাইল ফোনে। সেই ছবি প্রথমে আদালতের ওয়েবসাইটে পোস্ট করা হয়। এরপর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তারপর থেকেই অভিনন্দন ও ভালোবাসার জোয়ারে সিক্ত হচ্ছেন তরুণী ‘মা’ লিনা। আদালত এবং লিনার সহকর্মীদের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, ৩৩ জনের অর্থ আত্মসাৎ ও তহবিল গঠনে জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে লি নামে ওই শিশুটির মায়ের বিচার চলছে। সেদিন তাকে কাঠগড়ায় তোলা হলে বাইরে দায়িত্বরত লিনা ও তার সহকর্মীদের কাছে শিশুটিকে রাখতে বলেন আদালত।
কিছুক্ষণ পরই শিশুটি কাঁদতে থাকে। এসময় মাতৃত্বের টানে হৃদয় গলে যায় লিনার। শিশুটির মায়ের কাছ থেকে অনুমতি পেয়ে আদালতের ভবনের এক কোণে গিয়ে তাকে বুকের দুধ খাওয়াতে থাকেন লিনা।
এই নারী পুলিশ সদস্য বলছিলেন, ‘বাচ্চাটা এমনভাবে কাঁদছিল, আমরা দুঃশ্চিন্তায় পড়ে যাই। আমি নিজেও সম্প্রতি মা হয়েছি। আমি বুঝতে পারি, সন্তানের এমন কান্না তার মায়ের জন্য কতটা খারাপ লাগার। তখন আর অপেক্ষা না করে বাচ্চাটাকে দুধ খাইয়ে শান্ত করি। ’আদালত সূত্র জানায়, আদালত থেকে বেরোনোর সময় এই কথা শুনে কান্না থামাতে পারছিলেন না শিশুটির মা লি।
লি এবং জনতার প্রশংসায় সিক্ত লিনা বলছিলেন, ‘এই অবস্থায় প্রতিটি পুলিশ সদস্যই একই কাজ করতেন। মা হিসেবে আমিও চাইতাম, কেউ আমার সন্তানের জন্য এভাবে এগিয়ে আসুক। ’
বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৭
এইচএ/